বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বার কাউন্সিল অনুমোদিত আইন বিষয় পড়ার বিশ্ববিদ্যালয়ের তালিকা




এইচ.এস.সি পরীক্ষার পর সবাই ব্যস্ত হয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। সবাই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক পড়াশোনা করে থাকেন, কিন্তু সেই ভর্তি পরীক্ষায় অনেক এর জন্য ভাগ্যের দুয়ার খুলে যায় আবার অনেকের জন্য সেই দুয়ার বন্ধ হয়ে যায়। অনেকেরই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। যার ফলে অনেকেই ঝড়ে পড়েন এই স্তরে এসে আবার অনেকে বেছে নেন বেসরকারী বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়। যারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্যই আমার এই ওয়েবসাইট।

অনেকেরই স্বপ্ন থাকে আইনজীবী হওয়ার অথবা আইন নিয়ে পড়াশোনা করার কিন্তু সরকারী  বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে তারা বেসরাকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা করেন কিন্তু কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনার কর্মজীবন ভালো হবে অথবা আপনার অর্জিত ডিগ্রীর মূল্যায়ন পাবেন সেটা নিয়ে বিভ্রান্তে আছেন, তাদেরকে সাহায্য করার জন্যই আমার এই পোস্ট। আইন বিষয়ে পড়ার জন্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগে চলুন জেনে নেই আইন নিয়ে কেন পড়বেন।


আইন বিষয় কেন পড়বেন?
 
বেশিরভাগ শিক্ষার্থী আইন চয়ন করবে কারণ তারা আইনগত পেশায় কর্মজীবন শুরু করতে আগ্রহী তারা চাইলে আদালতে বিচার অনুশীলন করতে পারেন অথবা তারা একাডেমিক পেশা চয়ন করতে পারেন তারা নিজেদেরকে পরামর্শদান এবং কনসালটেন্সি কাজে নিয়োজিত করতে পারে; বহুবিধ জাতীয় কর্পোরেশনে তাদের আইনি টিমের সাথে যোগদান, এবং তাদের আইনি দক্ষতা, জ্ঞান এবং ক্ষমতা ব্যবহার করে অন্যান্য প্রতিষ্ঠানের সেবা করতে পারে একটি আইন ডিগ্রি কাউকে সর্বোচ্চ পর্যায়ে কাজ করার জন্য  প্রস্তুত করে তুলে। অনেক বিশ্ব নেতৃবৃন্দ আইনজীবী ছিল যেমন  বারাক ওবামা, গান্ধী, নেলসন ম্যান্ডেলা, টনি ব্লেয়ার, মার্গারেট থ্যাচার ইত্যাদি আইন অধ্যয়ন করার পরেও একটি ভিন্ন পেশা বেছে নিতে পারেন যেমন, ডার্নেন ব্রাউন, একজন বিখ্যাত ইংরেজী বুদ্ধিজীবী, মনস্তাত্ত্বিক, কৌতুক, সম্মোহনী, চিত্রশিল্পী, লেখক, এবং সন্দেহভাজন, একটি ইংরেজি উপস্থাপক গ্যাবি লোগান এবং একজন প্রাক্তন ওয়েলস ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক যিনি বিবিসি স্পোর্ট এবং আইটিভির সাথে তার অভিনয়ের ভূমিকা সম্পর্কে সুপরিচিত জেরার্ড বাটলার, একজন স্কটিশ অভিনেতা যিনি চলচ্চিত্র, পর্যায়, টেলিভিশনে অভিনয় করেছেন, ইত্যাদিরা প্রশিক্ষিত আইনজীবী ছিলেন।

বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার আগে দেখতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিল এর অনুমোদন আছে কি না। তারপর দেখতে হবে সেই বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ের কতজন শিক্ষক পি.এইচ.ডি অর্জন করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ে কতজন পূর্ণকালীন শিক্ষক আছেনএই সব গুলো মানদণ্ড যদি কোন বিশ্ববিদ্যালয়ে থেকে থাকে তাহলে আপনি সেই বিশ্ববিদ্যালয়ে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। এই সব মানদন্ডের উপর ভিত্তি করে আইন বিষয়ে পড়ার মত কিছু বেসরকারী বিশ্ববিদ্যাল্যয়ের নাম এবং খরচ নিচে উল্লেখ করা হল। বিশ্ববিদ্যাল্যের নাম গুলো তাদের সুনাম, চাকরির চাহিদা, পড়াশুনার মান, শিক্ষকদের মানের উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হল।  


১.     নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
খরচঃ ৮,২২০০০ + ভর্তি ফি
ঠিকানাঃ বসুন্ধরা, বারিধারা, ঢাকা-১২২৯
ওয়েবসাইটঃ http://www.northsouth.edu   

২.     ব্রাক বিশ্ববিদ্যালয়
খরচঃ ৮,৯৪০০০ + ভর্তি ফি + ডেভেলপমেন্ট ফি
ঠিকানাঃ ৬৬ মহাখালী, ঢাকা-১২১২
ওয়েবসাইটঃ http://www.bracu.ac.bd

৩.     ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ
খরচঃ ৮২২০০০ + ভর্তি ফি
ঠিকানাঃ প্লট#১৬, ব্লক#বি, আফতাবউদ্দিন আহমেদ রোড, বারিধারা, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.iub.edu.bd

.     ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
খরচঃ ৪,৬৫,৪২০ + ভর্তি ফি
ঠিকানাঃ এ/২, জহুরুল ইসলাম এভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাব নগর, ঢাকা ওয়েবসাইটঃ http://www.ewubd.edu

.     ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
খরচঃ ৪,৫০,০০০ + ভর্তি ফি
ঠিকানাঃ ৭৪/এ, গ্রীণ রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫
ওয়েবসাইটঃ http://www.uap-bd.edu

৬.     আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়
খরচঃ ৬,৬৭,৫০০ + ভর্তি ফি + ডেভেলপমেন্ট ফি
ঠিকানাঃ বাড়ি#৮৩/বি, রোড#৪, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ওয়েবসাইটঃ http://www.aiub.edu 

৭.     ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
খরচঃ ৩,৪৩,১৮০
ঠিকানাঃ কুমিরা, চিটাগং-৪৩১৮
ওয়েবসাইটঃ www.iiuc.ac.bd

৮.     ইস্টার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ
খরচঃ ৫,৫২,০০০
ঠিকানাঃ বাড়ি#২৬, রোড#০৫,ধানমন্ডি, ঢাকা-১২০৫
ওয়েবসাইটঃ http://www.easternuni.edu.bd

৯.     সাউথ ইস্ট ইউনিভার্সিটি
খরচঃ ৫,৩৯,০০০
ঠিকানাঃ ২৫১/এ, তেজগাঁ ইন্ডস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮
ওয়েবসাইটঃ http://www.seu.ac.bd

১০.    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
খরচঃ ৪,৪৯,৬০০
ঠিকানাঃ ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা
ওয়েবসাইটঃ https://daffodilvarsity.edu.bd

১১.    স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
খরচঃ ৪,৫৫,০০০
ঠিকানাঃ ৭৪৪, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা  
ওয়েবসাইটঃ http://www.stamforduniversity.edu.bd

১২.    আশা ইউনিভার্সিটি
খরচঃ ৩,৩৮,০০০
ঠিকানাঃ ২৩/৩, আশা টাওয়ার,শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.asaub.edu.bd

১৩.    বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলোজি
খরচঃ ২,৩৮,৩৪০
ঠিকানাঃ রূপনগর আ/এ, মিরপুর-২, ঢাকা
ওয়েবসাইটঃ https://www.bubt.edu.bd

১৪.    নর্দান ইউনিভার্সিটি
খরচঃ ৪,৩৩,৭৯৫
ঠিকানাঃ বাড়ি#১৩, রোড#১৭, শের টাওয়ার, বনানী বা/এ, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.nub.ac.bd

১৫.    স্ট্যাট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
খরচঃ ৩,৯৪,০০০
ঠিকানাঃ ৭৭, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.sub.edu.bd

১৬.    গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ
খরচঃ ২,৩২,৮০০
ঠিকানাঃ ২২০/ডি, বেগম রোকেয়া স্মরণী, আগারগাঁ, ঢাকা
ওয়েবসাইটঃ http://green.edu.bd

১৭.    ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিব   
খরচঃ ২,০০,০০০-৩,০০,০০০
ঠিকানাঃ ৮০, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
ওয়েবসাইটঃ http://uoda.edu.bd

১৮.    ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
খরচঃ ৬০০০০০
ঠিকানাঃ প্লট#৩/এ, রোড#৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ওয়েবসাইটঃ http://www.wub.edu.bd

১৯.    প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
খরচঃ ৩,২২,০০০
ঠিকানাঃ স্টার টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ১২ কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.primeasia.edu.bd

২০.   ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি ও সায়েন্স
খরচঃ ২,৩৯,০০০
ঠিকানাঃ জামালপুর টুইন টাওয়ার, গ-৩৭/১, প্রগতি স্মরণী, বারিধারা জে-ব্লক, ঢাকা
ওয়েবসাইটঃ https://www.uits.edu.bd/

২১.    মেট্রোপলিটন ইউনিভার্সিটি
খরচঃ ৪,২৮,০০০
ঠিকানাঃ বটেশ্বর, সিলেট-৩১০০
ওয়েবসাইটঃ http://metrouni.edu.bd

২২.   প্রিমিয়ার ইউনিভার্সিটি
খরচঃ ৫,৩১,০০০
ঠিকানাঃ ১/এ, ও.আর নিজাম রোড, প্রাবর্তক সার্কেল, পাঞ্চলিশ, চিটাগাং
ওয়েবসাইটঃ http://puc.ac.bd

২৩.   বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি
খরচঃ ৩,১৭,৬০০
ঠিকানাঃ গজারিয়া টাওয়ার, ৮৯/১২, আর.কে.মিশন রোড, ঢাকা
ওয়েবসাইটঃ http://biu.ac.bd

২৪.   বাংলাদেশ ইউনিভার্সিটি
খরচঃ ৩,১৫,০০০
ঠিকানাঃ ৫/বি, বেড়িবাদ মেইন রোড, আদাবর, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.bu.edu.bd

২৫.   সিটি ইউনিভার্সিটি
খরচঃ ১,৯৮,০০০
ঠিকানাঃ ৩৬, কামাল আতা্র্তুক এভিনিউ, বনানী, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.cityuniversity.edu.bd




    

২টি মন্তব্য:

  1. রণদা প্রাসাদসাহাবিশ্ববিদ্যালয়ে কি আইন বিষয়েঅনার্স বার কাউন্সিল কর্তৃক অনুমোদি??

    উত্তরমুছুন
  2. অতিশ দিপাঙ্কর বিশ্ববিদ্যালয় কি অনুমোদিত?

    উত্তরমুছুন