বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

আর্কিটেকচার বা স্থাপত্য অনুষদ




আঁকতে কে না পছন্দ করে। ছোটবেলা থেকে আমরা কম বেশি সবাই আকাঁআকিঁ করেছি। সে আকাআকি থেকে কেউ হয়ত স্বপ্ন দেখে একদিন রঙ্গিন কলমে পুরো শহরটাকে সাজাবে। সে মনের জল্পনা কল্পনা থেকে অনেকে চারুকলা অথবা স্থপতি নিয়ে পড়াশোনা করতে চান। কিন্তু পাবলিক ভার্সিটিতে সুযোগ না পেয়ে অনেকে সিদ্ধান্ত নেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়লে নিজের স্বপন পূরণ হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে সাহায্য করার জন্য আজকে আমার এই পোস্ট। চলুন সবার আগে জেনে নেই কেন আমরা আর্কিটেকচার বা স্থাপত্য নিতে পড়াশোনা করব।


কেন পড়ব আর্কিটেকচার বা স্থাপত্য?
আর্কিটেকচার বা স্থাপত্য হচ্ছে এমন একটি উভয় প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কোন বিল্ডিং বা অন্য কোন কাঠামোর নকশা তৈরি, পরিকল্পনা গঠন বা বাস্তবায়ন করতে পারেন। অর্থাৎ স্থাপত্য হচ্ছে কোন কাঠামোর নকশা তৈরি এবং সেটার পরিকল্পনা বাস্তবায়ন করা।


এছাড়া স্থাপত্য মানে হতে পারে:
     ü একটি সাধারণ শব্দ ভবন এবং অন্যান্য শারীরিক কাঠামো বর্ণনা।
     ü নকশা এবং ভবন ডিজাইন শিল্প এবং (কিছু) অ-ভবন কাঠামো।
     ü নকশা এবং ভবন নির্মাণ এবং অন্যান্য শারীরিক কাঠামোর পদ্ধতি শৈলী।
     ü একটি একক বা সুসঙ্গত ফর্ম বা কাঠামো
     ü শিল্প জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, এবং মানবতার।
     ü স্থিতিবিন্যাসের নকশা কার্যকলাপ, ম্যাক্রো স্তরের (শহুরে নকশা, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার) থেকে মাইক্রো স্তর (নির্মাণ বিবরণ এবং আসবাবপত্র) থেকে। স্থপতির অভ্যাস, যেখানে স্থাপত্য নকশা বা বিল্ডিং পরিবেশের সাথে বিল্ডিং ডিজাইন এবং নির্মাণের সাথে সম্পর্কিত সেবা সরবরাহ বা রেন্ডারিং মানে।

স্থাপত্য পড়ার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের কি কি বিষয় দেখা উচিৎঃ   
স্থাপত্য বা আর্কিটেকচার পড়ার আগে দেখা উচিৎ উক্ত বিশ্ববিদ্যালয়টি ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এর অনুমোদন প্রাপ্ত কিনা। এরপর দেখতে হবে উক্ত বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ ল্যাব আছে কি না। আরও কিছু বিষয় দেখতে হবে যেমন কতজন পিএইচডি হোল্ডার এবং কতজন পূর্ণকালীন শিক্ষক রয়েছে।

নিচে কিছু বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হল যেগুলো ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এর অনুমোদন প্রাপ্ত এবং ভালোমানের শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।


১.     ব্রাক বিশ্ববিদ্যালয়
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ ১২,৪১,৫০০ + ভর্তি ফি + ডেভেলপমেন্ট ফি
ঠিকানাঃ ৬৬ মহাখালী, ঢাকা-১২১২
ওয়েবসাইটঃ http://www.bracu.ac.bd

২.     নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ ১০,৮০,০০০ + ভর্তি ফি
ঠিকানাঃ বসুন্ধরা, বারিধারা, ঢাকা-১২২৯   
ওয়েবসাইটঃ http://www.northsouth.edu

৩.     আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ ১০,৩৭,০০০ + ভর্তি ফি + ডেভেলপমেন্ট ফি
ঠিকানাঃ বাড়ি#৮৩/বি, রোড#৪, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ওয়েবসাইটঃ http://www.aiub.edu 

৪.     ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ  + ভর্তি ফি
ঠিকানাঃ ৭৪/এ, গ্রীণ রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫
ওয়েবসাইটঃ http://www.uap-bd.edu

৫.     স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ ৬,৬৫,৮০০
ঠিকানাঃ ৭৪৪, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা  
ওয়েবসাইটঃ http://www.stamforduniversity.edu.bd

৬.     স্ট্যাট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আই.এ.বি অনুমোদনপ্রাপ্ত
খরচঃ ৮,২৩,৫০০
ঠিকানাঃ ৭৭, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.sub.edu.bd

৭.     প্রিমিয়ার ইউনিভার্সিটি
খরচঃ ৫,৯৮,০০০
ঠিকানাঃ ১/এ, ও.আর নিজাম রোড, প্রাবর্তক সার্কেল, পাঞ্চলিশ, চিটাগাং
ওয়েবসাইটঃ http://puc.ac.bd

৮.     সাউথ ইস্ট ইউনিভার্সিটি
খরচঃ ৬,৫৯,৬০০  
ঠিকানাঃ ২৫১/এ, তেজগাঁ ইন্ডস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮
ওয়েবসাইটঃ http://www.seu.ac.bd

৯.     শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজী
খরচঃ ৫,৬০,০০০
ঠিকানাঃ বাড়ি#০১, রোড# ১৪, সেক্টর#১৩, উত্তরা, ঢাকা
ওয়েবসাইটঃ http://smuct.edu.bd/

১০.    লিডিং ইউনিভার্সিটি
খরচঃ ৫,২৫,৬০০
ঠিকানাঃ তালতলা রোড, সিলেট
ওয়েবসাইটঃ http://www.lus.ac.bd/

১১.    প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
খরচঃ ৫,৯৭,৬০০
ঠিকানাঃ স্টার টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ১২ কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.primeasia.edu.bd

১২.    বাংলাদেশ ইউনিভার্সিটি
খরচঃ ৫,১৭,৮০০
ঠিকানাঃ ৫/বি, বেড়িবাদ মেইন রোড, আদাবর, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.bu.edu.bd


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন